চলতি অর্থবর্ষে বনদপ্তরের বিভিন্ন কাজের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এখনো অর্থ দপ্তর টাকা না ছাড়ায় বন ও বন্যপ্রাণী রক্ষার কাজে খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই টাকায় তৃণভোজী প্রাণীদের জন্য নতুন ঘাস লাগানো ও ঘাসের পরিচর্যা করার কথা ছিল। এবারে বন্য তৃণভোজী প্রাণীদের খাদ্য সংকট দেখা দেবে জঙ্গলের ভেতরে কাঠের সেতুগুলির অবস্থা সঙ্গীন এবং রাস্তাগুলির হাল খুবই খারাপ। টাকার অভাবে মেরামতের কাজ বন্ধ হয়ে রয়েছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...