শিলিগুড়িতে এসে ভাষণ দিয়ে বিমল গুরুং তৃণমূলের পাশে থাকার আবেদন জানালেন ভোটারদের এবং তার সঙ্গে বিজেপিকে শিক্ষা দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রায় সাড়ে তিন বছর পর তিনি নিজের জেলায় ফিরে এলেন। শীঘ্র তিনি পাহাড়ে যাবেন বলে জানিয়েছেন। অবরোধে ট্রেন আটকে থাকায় তিনি বিকেল ৪-১৫ নাগাদ গান্ধী ময়দানে পৌঁছান। এই সভায় প্রচুর জনসমাগম হয়।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...