এবছর একেবারে তিন গুন দাম বেড়েছে আলুবীজের। প্রতি বস্তা আলুবীজের দাম ২৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০০০ টাকা। ফলে ক্ষুদ্র চাষিরা আলু ছেড়ে অন্য সবজির চাষ শুরু করেছেন। আলু বাদে সর্ষে ,ভুট্টা ,মটরশুঁটির চাষ করছেন তাঁরা। এর সঙ্গে সারের দাম ও বেড়েছে। ময়নাগুঁড়িতে আলুচাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার হেক্টর জমি। কিন্তু আলু চাষ হয়েছে সাড়ে তিন হাজার হেক্টর জমিতে। চাষীরা বলেন আলুর ভাল বাজারদর না পেলে প্রচুর ক্ষতি হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...