খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:গত জুনমাসে ট্রাইয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মোট ৫৬.৯৭ লক্ষ গ্রাহক হারিয়েছে ভোডাফোন , আইডিয়া , এয়ারটেল হারিয়েছে ১৫.০৮ লক্ষ গ্রাহক। অন্য দিকে রিলায়্যান্স জিও তাদের গ্রাহক সংখ্যা বাড়িয়েছে ৮২.০৬ লক্ষ। বি.এস.এন. এল বাড়িয়েছে ২.৬৬ লক্ষ গ্রাহক । তবে গ্রাহক কমে গেলেও মোট গ্রাহক সংখ্যার বিচারে এক নম্বরেই আছে ভোডাফোন – আইডিয়া । তাদের গ্রাহক সংখ্যা ৩৮.৩৪ কোটি জিও ৩৩.১২ কোটি।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...