খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেইজিং য়ের উপর চাপ তৈরী করতে সম্প্রতি ওয়াশিংটন ২০,০০০ কোটি ডলার চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ২৫%করেছে । পাল্টা জবাব দিতে চীন ও প্রস্তুত । ১ লা জুন থেকে তারা আরো ৬ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়েছে বেইজিং । এই কথা অবশ্য আগেই ঘোষণা করেছিল চীন । চীনের বাজারে ঢোকা ৫ হাজারের বেশি মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে নতুন শুল্কের হার হয়েছে ৫% থেকে বেড়ে ২৫%।