খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেসরকারি তিন টেলিকম সংস্থা ভোডাফোন ,আইডিয়া ,এয়ারটেল ,রিলায়েন্স জিও ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে আগামী মাস থেকে তারা মোবাইলের মাশুল বাড়াবেন । মাশুল যুদ্ধের জেরে টেলিকম সংস্থাগুলি এখন সমস্যাতে । এই আর একই রাস্তায় হাঁটার ইঙ্গিত দিলেন বিএসএনেলের সিএমডি পিকে পুরোয়ার । তিনি জানান বিএসএনএলের স্বেচ্ছা অবসর প্রকল্পে আর্জি জমা পড়ছে এই ছাড়াও বেতন সহ অন্যান্য দাবি মেটাতে প্রচুর টাকার দরকার তাই মাশুল না বাড়িয়ে কোনো উপায় নেই ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...