খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি লন্ডনের রাস্তায় ব্যাঙ্ক জালিয়াতির অন্যতম নায়ক নীরব মোদির এক ভিডিও প্রকাশ করে ব্রিটেনের এক সংবাদ মাধ্যম । ইডির তরফে জানানো হয়েছে ব্রিটিশ আইন মেনে নীরবের বিরুদ্ধে পরোয়ানা আদালতে পাঠান সেই দেশের স্বরাষ্ট্র সচিব । সেই পরোয়ানার আজ আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে ব্রিটিশ আদালত । ইডির দাবি এর পরে নীরব কে গ্রেপ্তার করে কোর্টে পেশ করবে ব্রিটিশ পুলিশ তিনি জামিন পেতে পারেন ,তবে তার ভারতে প্রত্যর্পণের জন্য মামলা একই সঙ্গে শুরু হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...