খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পর পর তিন বছর ধরে মুনাফা বাড়িয়ে ঘুরে দাঁড়াচ্ছে আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যালস । গতকাল সংস্থা টির অধিকর্তা পিএম চন্দ্রাইয়া জানান গত অর্থবর্ষে ২৫ কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি । তিনি আশা পোষণ করেন যে ২০২২ সালের মধ্যে সংস্থাটি ঋণ মুক্ত হয়ে ২০২৩ সালে সংস্থাটি কেন্দ্রীয় সরকারের কাছে মিনি রত্নের স্বীকৃতি পাবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...