সকলের দরজায় আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বেসরকারি ব্যাঙ্কগুলিকে আহোভান জানিয়েছেন আর্থিক পরিষেবা সচিব বিবেক জোশি ।লেনদেন বন্ধ থাকা একাউন্টে কেওয়াইসি করানো , সব ব্যাঙ্ক একাউন্টের নমিনির নাম দেওয়া এবং সাইবার সুরক্ষা তে জোর দিতে বলেন তিনি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...