অভিনেত্রী মুম্বাইয়ে গিয়েছিলেন একটি হিন্দি ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনে যোগ দিতে । তার পরে সেইখান থেকে ৭ মার্চ পারি দেন সিঙ্গাপুরে ।সেইখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকা কালীন তার করোনা রিপোর্ট পসিটিভ আসে । তারপরে তিনি আইসোলেশনে চলে যান ।গতকাল সোশ্যাল মিডিয়া একাউন্টে সেই কথা জানিয়ে বলেছেন সামান্য জ্বর এলেও তিনি এখন উপসর্গহীনও ভালোই আছেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...