খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লন্ডনে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত বক্তিতা দিতে গিয়ে সাংবাদিকদের বেনজির বিক্ষোভের মুখে পড়লেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ।তাকে বয়কট করে সভা গৃহ ছেড়ে বেরিয়ে যান সাংবাদিকরা ,বাধ্য হয়েই খালি সভাকক্ষে নিজের বক্তব্য রাখেন পাক বিদেশমন্ত্রী । তাকে বেনজির আক্রমণ করেন কানাডার এক সাংবাদিক তার টুইটার একাউন্ট বন্ধ করার জন্য,বিদেশমন্ত্রীর যুক্তি ধোপে না টেকায় সাংবাদিকরা তাকে বয়কট করে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...