রেড রোডের অনুষ্ঠান থেকে ইউনেস্কো প্রতিনিধিরা জানিয়েছিলেন তারা শহরে এসে ২৪ টি বারোয়ারি পুজো কে ঘুরে দেখবেন ,সেই পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে পুজোর কমিটি গুলির মধ্যে আকচা আকছি ।ফোরাম ফর দুর্গউৎসবের কর্তাদের মধ্যে মুখ দেখাদেখি অব্দি বন্ধ ।সোনা যাচ্ছে তালিকা তে রয়েছে ২২ টি বারোয়ারি ,,এর মধ্যে দুটি সাবেক বারোয়ারি এবং দুটি বনেদি বাড়ির পুজো । তালিকা থেকে বাদ পড়েছে টালা বারোয়ারি ,কলেজ স্কোয়ার ,মোহাম্মদ আলী পার্ক ,শ্রীভূমি স্পোর্টিং ,সমাজ সেবী সংঘ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...