খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : একটি হাওলা মামলায় আদালতের নির্দেশে কালীঘাট থানাতে কলকাতা পুলিশের বিশেষ দলের জেরার মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতা মুকুল রায়ের । আদালতের নির্দেশে তার বিরুদ্ধে এফাইআর করে কলকাতা পুলিশ । তাকে জেরার জন্য ডেকে পাঠানো হয় কালীঘাট থানায় । থানার বাইরে এর বিরুদ্ধে বিক্ষোভ করেন বিজেপি কর্মী ও সমর্থকেরা । থানা থেকে বেরিয়ে এসেই মুকুল রায় গর্জে ওঠেন মমতার বিরুদ্ধে তিনি বলেন বাংলাতে কোনো গণতন্ত্র নেই বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...