এবার রবীন্দ্র সরোবরে ছট পূজা করা যাবে না। ছট পূজা আগামী ২০ শে নভেম্বর। কিন্তু এ নিয়ে আদালতে পরবর্তী শুনানি আগামী ২৩ শে নভেম্বর হতে পারে। এর আগে ২০১৭ সালে সরোবরে শেষ বার ছট পূজার অনুমতি দিয়েছিল পরিবেশ আদালত। কে এম ডি এ জানায় বিকল্প ব্যবস্থা হিসাবে ৪০ টি ঘাট ও জলাশয় রাখা হয়েছে। মানুষকে সচেতন করার সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...