খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দুই পুলিশ কর্মীকে মারধর করে ছিনতাইয়ের ঘটনাতে প্রায় দুই মাশ পরে দুই অভিযুক্ত কে ধরলো সিঁথি থানা । ধৃতদের নাম কিলু ভীমা রাও ও নবীন ঘোষ । গত মঙ্গলবার গ্রেপ্তারের পরে গতকাল তাদের আদালতে তোলা হলে আগামী ৭ ই ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেপাজোট মঞ্জুর করে বিচারক । উল্লেখ্য গত ৭ ই অক্টোবর কনস্টেবল পাতিরাম ঝা এবং সিভিক ভলান্টিয়ার ধর্মরাজ কে মারধর করে টাকা এবং ঘড়ি ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছিল এরা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...