খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পেঁয়াজের কালোবাজারি রুখতে কলকাতা পুলিশ কমিশনার এই বার নিজেই উদ্যোগী হলেন । বড় বাজারের পোস্তায় পেঁয়াজের মজুতদার দের ডেরায় হানা দিলেন তিনি ।সোমবার দুপুরে ১২;৪৫ নাগাদ তিনি হাজির হন শেয়ালদার কোলে মার্কেটে । বাজার পরিদর্শন করে তিনি কথা বলেন পেঁয়াজের পাইকারি এবপং খুচরো বিক্রেতাদের সঙ্গে । অন্য দিকে যদুবাবুর বাজারেও মুখ্যমন্ত্রী স্বয়ং হাজির হন পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলার জন্য ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...