খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতায় অবস্থিত কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা জানান আগামী শুক্র ও শনিবার উপকূলীয় জেলা সহ কলকাতা তে মারাত্বক প্রবল ঘূর্ণিঝড় ফনি সর্বোচ্চ ৮৫-১১৫ কিমি বেগে আঘাত হানতে পারে । এই মুহূর্তে বিশাখা পত্তনম থেকে ৫৫০ কিমি দূরে ২১ কিমি বেগে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ কুলের দিকে ধেয়ে আসছে , এদের মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্য দুই সরকার এই তৎপর হয়ে উঠেছেন মাইকে প্রচার চালানো হচ্ছে সতর্ক থাকার জন্য ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...