খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুরারি পুকুর রোডে একাংশে জলের পাইপ বসানোর ফলে রাস্তা ক্ষতিগ্রস্থ হয় ।সেই রাস্তা সারাইয়ের জন্য দ্বরপত্র ডাকলো কলকাতা পুরসভা । রাস্তা চালু রেখেই একাংশে ওই কাজ হবে । এর জন্য প্রায় ৪ লক্ষ টাকার ও অধিক খরচ করবে কলকাতা পুরসভা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...