খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২১ সে এপ্রিল সবেবরাত । সেই উপলক্ষে কলকাতা পুরসভা শহরের বিভিন্ন কবর স্থানে আলোকসজ্জার উদ্যোগ নিয়েছে । কলকাতা পুরসভার মেয়র পরিষদ ( আলো ) মঞ্জর ইকবাল বলেন ” পার্ক সার্কাসের গোবরা ,মানিকতলার বাগমারী এবং খিদিরপুর ১৬ আনা কবর স্থানে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা থাকবে ,এই ছাড়াও অন্যান্য বেসরকারি কবরস্থানেও বিশেষ আলোক সজ্জার ব্যবস্থা নেয়া হয়েছে “।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...