অংশীদারি বিক্রি করলো আদানি উইলমার July 18, 2025 আদানি উইলমার এগ্রি ব্যবসা নিজেদের ২০% অংশীদারি সিঙ্গাপুরের সংস্থা উইলমার ইন্টারন্যাশনাল কে বিক্রি করলো আদানি ঘোষ্ঠী । লেনদেনের অংশ ৭১৫০ কোটি টাকা । গত ডিসেম্বরে আদানি রা জানিয়েছিলেন ,আদানি উইলমারের ৪৪% অংশীদারি পুরোটাই বিক্রি করে দেবেন তারা ।