গতকাল লোকসভা তে অপরাধী শনাক্তকরণ বিলটি ভোটাভুটি তে সরকার পক্ষের জয়ের পরে বিলটি সংসদে পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি ।এই বিলটিতে বলা হয়েছে যে অপরাধের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি গ্রেপ্তারহওয়ার পরে তার হাত ও পায়ের ছাপের সঙ্গেই চোখের মনি,রেটিনা স্ক্যান এবং ডিএনএ নমুনা ও সংগ্রহ করতে পারবে তদন্তকারী সংস্থা ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...