খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজকের বাংলার চলচ্চিত্র জগৎ তথা ভারতীয় সিনেমা জগৎে একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেলো ।দীর্ঘ ৪১ দিনের লড়াই আজকে শেষ হয়ে গেলো । মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৮৫ বছর । ফেলুদার প্রথম অধ্যায়ের এই নক্ষত্র পতনের পরে পুরো টলিউড ইন্ডাস্ট্রি আজকে শোকস্তব্ধ । অপূরণীয় ক্ষতি হয়ে গেলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির । তিনি ২০১৭ সালে বঙ্গবিভূষণ সন্মান পেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে । ২০১২ সালে পেয়েছিলেন দাদা সাহেব ফালকে সন্মান ।সত্যজিৎ রায়ের সাথে ১৪ টি সিনেমা করেছিলেন ,যার মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল ফেলুদা সিরিজ ।এই ছাড়া ১৯৫৯ সালে তিনি করেছিলেন অপুর সংসার ।এটি ছিল অপু ট্রিওলজির তৃতীয় ছবি । ২০০৪ সালে তিনি পদ্যভূষণ পুরস্কার পেয়েছিলেন ।এই ছাড়াও তিনি ফরাসি পুরস্কার অর্ডার দে আর্টস সন্মানেও ভূষিত হয়েছিলেন । আজকে ১২:১৫ মিনিট নাগাদ তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন এবং সরকারি ঘোষণা হয় হয় ১২:২৫ মিনিট নাগাদ ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...