খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ১৬ জুন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে তার দলের জয়ী সাংসদ দের নিয়ে অযোধ্যা তে যাচ্ছেন রাম লালা কে প্রণাম করতে । শিবসেনার পক্ষ থেকে টুইট করে এই কথা জানানো হয়েছে । উল্লেখ্য ২০১৮ সালের নভেম্বরেই অযোধ্যা গিয়েছিলেন উদ্ভব ঠাকরে । সেই খানে গিয়ে কেন্দ্র যাতে রাম মন্দির তৈরির একটি নির্দিষ্ট তারিক ঘোষণা করে তার আর্জি জানান ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...