২০১৭ সালে ও এন জি সি অশোকনগরে তেল গ্যাসের ব্যাপারে নিশ্চিত হয়। প্রথমে চার একর জমিতে কাজ চলছিল। তারপর আরো ১২ একর জমির প্রয়োজন বলে জানায়। রাজ্যের নির্দেশে জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে। অধিকাংশ জমিই খাস জমি। তেলমন্ত্রী আগামী সপ্তাহে কলকাতায় আসবেন। তখন প্রকল্পের অগ্রগতি দেখতে অশোকনগর যেতে পারেন।অশোকনগরে পাওয়া তেল এখন হলদিয়া শোধনাগারে পরীক্ষা করা হচ্ছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...