আই আর ডি এ নতুন উদ্যোগে উপকৃত হবেন বীমা কারীরা

সারা দেশের সমস্ত সাধারণ বীমা সংস্থার সাথে দেশের সব হাসপাতাল ও নার্সিংহোম কে যুক্ত করতে উদ্যোগী হয়েছে ,বীমা নিয়ন্ত্রক সংস্থা আইআর ডিএ ।সেই কাজ শেষ হলে কোনো স্বাস্থ্য বীমার গ্রাহক ই নগদ হীন চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হবেনা ।