রেলওয়ে সূত্রে জানা গিয়েছে হাওড়ার পরে শিয়ালদাহ থেকে বন্দে ভারত ছাড়ার বিষয়ে প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে রেল দফতর ।দফতরের মুখপাত্র বলেন মাস তিনেকের মধ্যে শিয়ালদাহ থেকে উপযুক্ত কাজ চালানোর পরিকাঠামো তৈরি হয়ে গেলে শিয়ালদাহ থেকেই বন্দে ভারত ছাড়ার সম্ভাবনা আছে । কলকাতা টার্মিনাল লাগা কাশিপুরে একটি অত্যাধুনিক কোচিং ডিপো তৈরি করা হচ্ছে ২৫০ কোটি খরচ করে যাতে আধুনিক সুবিধা সহ সব কিছু থাকবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...