খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত মঙ্গলবার রাঁচিতে সম্প্রতি ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে জেএমএম য়ের ৩০ জন বিধায়ক হেমন্ত সোরেন কে তাদের দলনেতা নির্বাচিত করে । তার পরে জেএমএম কংগ্রেস এবং আরজেডি জোটের নেতা হিসেবে রাজ্যপালের কাছে সরকার গোড়ার দাবি জানান তিনি এবং সূত্রের খবর ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রবিবার রাঁচিতে শপথ নেবেন জেএমএম নেতা হেমন্ত সরেন । সূত্রের খবর আগামী ২-১ দিনের মধ্যে হেমন্ত সরেনের সাথে বৈঠক করতে পারেন সোনিয়া গান্ধী উপমুখ্যমন্ত্রী পদ পেতে পারে কংগ্রেস ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...