আজকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন,রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।সূত্রের দাবি শিক্ষা ক্ষেত্রে নিয়োগ কাণ্ডে ইডির তদন্ত যাতে আরো গভীরে যায় তা নিশ্চিত করতেই শুভেন্দুর দিল্লি যাত্রা ।সোনা যাচ্ছে শাহের সঙ্গেদেখা করবেন ,রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ।বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করার কথা সুকান্ত ও শুভেন্দুর ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...