সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আধার ও রেশন কার্ড দ্রুত যুক্ত করার কাজ চলছে পশ্চিমবঙ্গে। এতে এক দেশ এক রেশন চালু করা যাবে। এতে প্রচুর ভুয়ো কার্ড বাতিল হবে এবং সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। এখন রাজ্যে মোট রেশন কার্ড ১০ কোটির বেশি। আধার যুক্ত হওয়ার পর যদি ১% কার্ড বাতিল হয় তবে ১০ লক্ষ কার্ড বাদ চলে যাবে। এর ফলে শুধু চালের ক্ষেত্রে সরকারের বাঁচবে ৩৩ কোটি টাকা। এছাড়া গম ,আটা ও আছে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...