খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (দি জি সি এ ) নির্দেশ অনুযায়ী । বিমান বন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এ টি সি ) এপ্রোন কন্ট্রোল এর মত গুরুত্ব পূর্ন বিভাগে যারা কাজ করেন এবার থেকে প্রতি শিফ্টে কাজে ঢোকার মুখেই সেই অফিসারদের ” ব্রেথ এনালাইজার পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই আওতায় উড়ান সংস্থার কর্মী ও এপ্রন এলাকায় কাজ করা সব ধরনের কর্মীকেই আনা হচ্ছে বলে জানাল বিমান বন্দর সূত্র।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...