খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলীপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে যে আগামী সোমবার থেকে শহরের তাপাত্রা কিছুটা নামলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শহরে জাকিয়ে শীত পড়ার কারণ নেই ।চলতি মরশুমে শীত দেরিতে আসার কারণ হলো পশ্চিমি ঝাঞ্জা ।রাজ্যে পশ্চিমি জোঙার অবস্থান শীতল বাতাস রাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ।ফলে ডিসেম্বর মাসেও শহরবাসীকে ফ্যান চালাতে হচ্ছে । জনতার গায়ে এখনো গরম জামা ওঠেনি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...