খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রবিবার জগৎপুর থেকে ইকো পার্ক পর্যন্ত সমস্ত অটো ৬ ঘন্টার বন্ধ ছিল । যার ফলে ভোগান্তি বাড়ে যাত্রীদের । পরে পুলিশি হস্তক্ষেপে সন্ধ্যা ৭ টা নাগাদ অটো পরিষেবা স্বাভাবিক হয় ।অভিযোগ ২০ নম্বর ওয়ার্ডের পুরপিতা শিবু ভান্ডারী দুপুরে জগৎপুর অটো স্ট্যান্ডে এসে অটো বন্ধ রাখার নির্দেশ দেন তার প্রতিবাদে বিক্ষোভ দেখান চালক রা । পরে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে অটো চলাচল স্বাবাভিক হয় ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...