Homeদেশইয়েস ব্যাংকের প্রায় ২৫% শেয়ার চলে যাচ্ছে জাপানি সংস্থার...
ইয়েস ব্যাংকের প্রায় ২৫% শেয়ার চলে যাচ্ছে জাপানি সংস্থার কাছে
ইয়েস ব্যাংকের ২৪.৯৯% অংশীদারি কেনার ব্যাপারে মিৎসুইব্যাঙ্কিং কর্পোরেশন কে সম্মতি দিয়েছে রিসার্ভ ব্যাঙ্ক । সম্প্রতি জাপানের সংস্থাটি বেসরকারি ব্যাংকটি ২০% কেনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলো । জানাযাচ্ছে তার মধ্যে ১৩.১৯% স্টেট ব্যাঙ্ক থেকে ।