খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মেট্রো রেল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ বাসীদের জন্য সুখবর শোনালেন ,প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়দিনের আগেই সল্টলেকে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানান ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ । রেলওয়ে সেফটি অফিসারের পক্ষ থেকে তারা ছাড়পত্র পেয়ে গিয়েছেন । মেট্রো কর্তৃপক্ষ জানান প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ৫ থেকে যুবভারতী অব্দি চলবে মেট্রো আর ভাড়াও সেই হিসাবে স্থির হবে ,এর পরে ধীরে ধীরে পরিষেবা বাড়ানো হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...