খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রের শ্রমমন্ত্রী সন্তোষ গ্যানোয়ার জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে বেতন দেয়ার জন্য একটা দিনকেই বেঁছে নিতে চলেছে । যত দ্রুত সম্ভব এই বিলটি সংসদে আনা হবে । তিনি বলেন শ্রমিকদের বেতন পাওয়ার দিন নিশ্চিন্ত করতেই তাদের বেতন প্রাপ্তির দিন ও সময় নিয়ে চিন্তা ভাবনা করছে সরকার । সংসদে ইতিমধ্যে বেতন সংক্রান্ত বিল পাশ হয়েছে ,বিল কে আইনে পরিনিত করাই লক্ষ্য সরকারের ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...