কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে গত ফেব্রূয়ারি ২০২১ পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম এবং অটল পেনশন যোজনা তে দেশে সদস্য সংখ্যা গত ২০২০ সালের ফেব্রূয়ারি থেকে ২২% বেড়েছে । পি এফ আর ডি এ সূত্রে জানা গিয়েছে তা বেড়ে হয়েছে৪.১৫ কোটি ।সব মিলিয়ে পেনশন তহবিলের অঙ্ক এসে দাঁড়িয়েছে ৫ লক্ষ্য ,৫৯,৫৯৪ কোটি টাকা ,গত বছরের থেকে এর বৃদ্ধি ৩৩.০৯%।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...