খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কংগ্রেসের নেতারা বলতে শুরু করে এই চিত্রনাট্য পুরোপুরি শারদ পাওয়ারের রচিত । তারা বলেন পাওয়ার সাহেব বলেন এক ,ভাবেন এক এবং করেন আরেক । সেই জন্য শনিবার মুম্বাই তে শারদ পাওয়ার ও শিবসেনার প্রধান উদ্ভব ঠাকরের ত্রিসীমাতে ঘেঁষলেন না কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল । দুই দল যদিও দাবি করলো সকলেই এক সাথে আছেন তার উত্তরে কংগ্রেস নেতা বলেন শারদ পাওয়ার যে বিজেপির সাথে আঁতাত করে এই চালটি চালেননি সেই যুক্তিও ফেলে দেয়া যাচ্ছে না ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...