খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কর্তারপুর করিডোর নিয়ে ফের বিতর্কে জোরালো পাকিস্তান । শনিবার পাক রেল মন্ত্রী শেখ রশিদ বলেন কর্তারপুর করিডোর পাক সেনাপ্রধানের মস্তিস্ক প্রসূত এটা ভারতের ক্ষতি করবে এর পরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ বলেন ,ভারত এই করিডোর কে দুই দেশের মধ্যে পবিত্র সেতুবন্ধন হিসাবে দেখলেও পাকিস্তান তাকে ক্ষতিক্ষর উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...