কলকাতার সবজি বাজার আগুন -দায়ি বৃষ্টি

বেশিরভাগ চাষের জমি জলের তলা তে । ফলত বাজারে যেটুকু আনাজ বাজারে আসছে তার দাম আগুন ।দক্ষিণ থেকে উত্তর কলকাতা সব বড় মার্কেটগুলি ঘুরে দেখা গেলো ,বেগুনের দাম ১০০-১২০ প্রতি কেজি ,লঙ্কা ১৫০ টাকা ,পটল ৬০-৭০ টাকা । বিন্স ১২০ টাকা ,করলা ৭০,শশা ৬০,ঢেঁড়শ ৭০ গাজার ও বরবটি ৬০-৭০ টাকা এবং টোম্যাটো ৫০-৬০ টাকা প্রতি কেজি । টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন অতি বৃষ্টিতে কোলে মার্কেটে আনাজের আমদানি ৩০% কমেছে । গোপাল নাগর থেকে কোলে মার্কেটে সব্জি আসার পরিমান কমে গেছে ।