খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর বি সরাফ গতকাল এফ নির্দেশ নামায় বি। এস এন এল কর্ত্তৃপক্ষ কে জানিয়ে দেন যে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে বি এস এন এলের ঠিকা কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার । ক্যালকাটা টেলিফোনসের সিজি এস জানান তিনি বিষয়টি সদর দফতরকে জানাবেন। উল্লেখ্য স্বেচ্চা অবসর প্রকল্পে ইতিমধ্যেই বি এস এন এল এর কর্তৃপক্ষৰ কাছে ৭৯ হাজার আবেদন জমা পড়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...