কেন্দ্র করোনার তৃতীয় ঢেউর জন্য ২৩ হাজার কোটি টাকার জরুরি তহবিল তৈরী করেছে। তার মধ্যে ৭৩০০ কোটি টাকা শুক্রবার মঞ্জুর করা হয়েছে।কেরালা ও উত্তরপূর্ব ভারতে করোনা সংক্রমণ বাড়ছে। দ্বিতীয় ঢেউর সময় ওষুধ, অক্সিজেন নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছিল। অক্সিজেন প্লান্ট তৈরির কাজ চলেছে। কিছু প্লান্ট তৈরী হয়ে অক্সিজেন উৎপাদন শুরু করেছে। এই টাকা দিয়ে ওষুধ,ভেন্টিলেটর ,কিট কেনা ও পরীক্ষাগার তৈরী করা হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...