গতকাল আর্থিক দুর্নীতির একটি মামলা তে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবীর বাড়িতে হানা দিলো সিবিআইয়ের একটি দল ।খবর পেয়েই আরজেডির সমর্থকেরা বাড়ির বাইরে জমা হয়ে বিক্ষোভ দেখান ।দীর্ঘ জিজ্ঞেসাবাদের শেষে ঝামেলা থামাতে স্বয়ং বেরিয়ে আসেন রাবড়ি দেবী ও তার পুত্র তেজপ্রতাপ ,তারা ভিড় সরিয়ে সিবিআই অফিসারদের বাড়িতে থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দেন ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...