গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রী পীযুষ গোয়াল ঘোষণা করেন গত ১ লা জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের ৪৯.১৮ লক্ষ্য কর্মচারি ও ৬৭.৯৫ লক্ষ্য পেনশন ভোগীদের ৪% মহার্ঘ্য ভাতা বাড়ানো হলো ,গিয়ে তা পৌছালো ৫০%।তার ফলে গ্রাচুইটির উর্ধশিমা বেড়ে হলো ২৫ লক্ষ্য টাকা ,এবং এইচ আর এ শহর ভিত্তিক বেড়ে দাঁড়ালো ৩০%,আর উজালা যোজনা তে ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...