গতকাল গভীর রাতে ভারত অপারেশান সিঁদুর শুরু করলো

প্রায় মধ্যে রাত ১টা ৪৫ মিনিটে ভারত পাকিস্তানের মোট ৯টি জঙ্গি ঘাঁটি তে একযোগে হামলা চালায় ,তার
মধ্যে মূল লক্ষ্য ছিল জৈশ ই মোহাম্মদ ও লস্কর ই তৈবার মূল ঘাঁটি গুলি ।একটিও পাকিস্তানী সেনা ঘাঁটি তে হামলা চলেনি , হামলা চলেছে যে জঙ্গি ঘাঁটি গুলিতে তা হলো মুর্দিকা , কোটলী ,বাঘ ,বাওয়ালপুর ও মুজারাবাদের নিকটবর্তী পাহাড়ি এলাকা তে । পাকিস্তানের প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফ বলেন পাকিস্তান এর জবাব দেবে ।