নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২০১৮ সালের ১ লা ফেব্রুয়ারি ভারতের অর্থ মন্ত্রী অরুন জেটলি ,অর্থবর্ষ ১৮-১৯ সালের জন্য সংসদে যে বাজেট পেশ করেন তাতে দেখা যায় যে সংসদের উভয় কক্ষের সাংসদের জন্য মাসিক মাইনে ১ লক্ষ ৪০ হাজারের জায়গায় ২ লক্ষ ৩০ হাজার করা হয়েছে । তার পাশাপাশি বাজেটে এও বলা হয়েছে যে এই সাংসদ দের মাইনে প্রতি ৫ বছর অন্তর বৃদ্ধি করা হবে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...