ভারতে পলিউশন টেস্টের বিষয়ে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার ।এখন থেকে পলিউশন আন্ডার কন্ট্রোল (পিইউ সি ) সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে । এই পিইউ সি সার্টিফিকেট থাকলে গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা কমে যাবে । জানা গিয়েছে পিইউসি পেতে এই বার থেকে একটি অভিনব কিআর কোড জেনারেট হবে সেই কিউআর কোড গাড়ির মালিকের সব তথ্য ,রেজিস্ট্রেশন নম্বর মালিকের নাম এই সব তথ্য সব কিছু থাকবে ।
রাজ্য
রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা জারি করলো হাওয়া দফতর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে জন্ম নিয়েছে এলটি নিম্নচাপ ।নিম্নচাপ
টি স্থান পরিবর্তন করে উত্তর দিকে সরে গেলে আগামী ৪৮ ঘন্টা তে...