মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে যে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াশ আজকে রাত থেকেই শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের চেহারা নেবে ।বুধবার ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে ওডিশার বালাশোরের দক্ষিণে ও ধামরাবন্দরের উত্তর দিকে কোনো একটা জায়গায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা বেশি ।মৌসুম ভবনের ১১ টার বুলেটিন থেকে জানা যাচ্ছে ইয়াশ পারাদ্বীপ থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ২২০ কিমি মধ্যে অবস্থান করছে ,ল্যাডফলের সময় গতিবেগ হতে পারে ১৮৫ কিমি ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...