খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বেঙ্গালুরু থেকে বাগডোগরা যাওয়ার পথে কলকাতা তে জরুরি অবতরণ করলো একটি বিমান । বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে যে গত বুধবার সকাল ৮ টা নাগাদ ওই বিমানেই অসুস্থ্য হয়ে পরেন মাফরুজা সুলতানা নামক ১ বছরের একটি শিশু ।বাবা মা সহ শিশুটি কে কলকাতায় নামিয়ে উড়ানটি চলে যায় তার নির্দিষ্ট জায়গায় , শিশুটিকে কলকাতার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...