খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সময় মেনে জল সরবরাহ হয়না জনস্বাস্থ কারিগরি দপ্তরের একটি পানীয় জল সরবরাহ কেন্দ্র আছে বেলাকোবার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনিতে। গত এক বছর ধরে দিনে মাত্র ২বার এক ঘন্টা করে জল দেওয়া হয়। যদিও আগে তিন বারে অনেক বেশী সময় জল সরবরাহ করা হত। পাম্পহাউসের থেকে জানা গেল পাইপের উপর অবৈধ নির্মাণের জন্য মেরামত করা হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত জানায় পিএইচই লিখিত ভাবে জানালে তারা ব্যবস্থা নেবেন।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...