পুঁজির অভাব ,বিপুল ঋণের বোঝা ও লোকসানের জন্য ২০১৯ সালে ১৭ ই এপ্রিল জেট এয়ারওয়েজের পরিষেবা বন্ধ হয়ে যায়। এক সময় সংস্থার কাছে ১২৩টি বিমান ছিল পরে তা কমতে কমতে ৫ টিতে দাঁড়ায়। নতুন মালিক হচ্ছে মুরারিলাল জালান ও ব্রিটেনের কালরক ক্যাপিটাল জোট। বিমানমন্ত্রকের সঙ্গে আলোচনার পর নতুন মালিক জানান আগামী গ্রীষ্মে পরিষেবা চালু হবে।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...